জামালপুরে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
জামালপুর প্রতিনিধি ॥
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুস সালামের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খানের সভাপতিত্বে স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুমের ছেলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফজলুল হক খান, অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়াতুননবী তালুকদার সুরুজ, জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল মাস্টারসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
কোন মন্তব্য নেই