খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের মানববন্ধন
জামালপুর প্রতিনিধি ॥
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে যুবদল নেতৃবৃন্দ। শুক্রবার সকালে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা যুবদল।
জামালপুর জেলা যুবদলের সভাপতি ফিরুজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, শহীদুল হক খান দুলাল, যুবদল নেতা রফিকুল ইসলাম, তরিকুল হায়দার তুষার, শফিকুল ইসলাম শফিক ও আমান উল্লাহ আমান প্রমুখ। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের মানববন্ধন
Reviewed by 24Deshi News
on
সেপ্টেম্বর ২০, ২০১৯
Rating: 5

কোন মন্তব্য নেই