শিরোনাম

জামালপুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান


এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলা মেস্টা ইউনিয়নে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মেস্টা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এ দিনব্যাপী স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়।

মেস্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক বাবুর সভাপতিত্বে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদরের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। বিনামূল্যে দিনব্যাপী এ স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল বাতেন।

জানাগেছে, অবঃ লে: কর্ণেল অধ্যাপক ডা. মোস্তফার নেতৃত্বে ও জামালপুর সদরের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপির পৃষ্ঠপোষকতায় ঢাকা থেকে ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকল টীম দিনব্যাপী মেস্টা ইউনিয়নে স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত থাকেন।

কোন মন্তব্য নেই