জামালপুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলা মেস্টা ইউনিয়নে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মেস্টা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এ দিনব্যাপী স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়।
মেস্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক বাবুর সভাপতিত্বে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদরের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। বিনামূল্যে দিনব্যাপী এ স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল বাতেন।
জানাগেছে, অবঃ লে: কর্ণেল অধ্যাপক ডা. মোস্তফার নেতৃত্বে ও জামালপুর সদরের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপির পৃষ্ঠপোষকতায় ঢাকা থেকে ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকল টীম দিনব্যাপী মেস্টা ইউনিয়নে স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত থাকেন।
জামালপুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
Reviewed by 24Deshi News
on
সেপ্টেম্বর ২০, ২০১৯
Rating: 5

কোন মন্তব্য নেই