জামালপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন মশিউর রহমান বাবু
এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২) নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু। তিনি সোমবার দুপুরে শ্রমিকনেতাদের নিয়ে পুনরায় সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায়, মশিউর রহমান বাবু শ্রমিক ইউনিয়নের সাথে জীবনের দীর্ঘ সময় ধরে কাজ করছেন। তার কাজের মধ্যদিয়ে শ্রমজীবী মানুষের সুখ-দুঃখ এবং জীবনমান উন্নয়ন আর শ্রমিকের পরিবারে হাসি ফুটাবার নিরলস প্রয়াস ছিল বলে সাধারণ শ্রমিকরা মনে করেন। শ্রমিকলীগের আদর্শ ও তার সাংগঠনিক তৎপরতায় তিনি হয়ে উঠেছেন একজন আদর্শ শ্রমিকনেতা। তিনি জীবনব্যাপী শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতেও দিধা করেন না বলে অনেক শ্রমিক মুখে শোনা যায়।
মশিউর রহমান বাবু বলেন, আমি সব সময়ই চাই আমার শ্রমিক ভাইয়েরা যেন সুখে-শান্তিতে জীবন-যাপন পারে। আমি আমার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও ত্যাগের দৃষ্টান্ত হিসেবে শ্রমজীবী মানুষের মাঝে আজীবন থাকতে চাই। শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার ও চাহিদার সুরক্ষা আমার কাঙ্খিত লক্ষ্য। আমি আমার শ্রমিক ভাইদের দোয়া ও ভালোবাসা পুর্বেও পেয়েছি, ভবিষ্যতেও পাবো ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই