বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকী।
বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ জামালপুর সদর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার মণির সভাপতিত্বে ও পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মনিরা চৌধুরীর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আলহাজ মির্জা আজম এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক হাসিনা বেগম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ আতিকুর রহমান ছানা, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন ও সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। প্রথম অধিবেশন আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে ফারজানা ইয়াসমিন লিটাকে সভাপতি ও মাহমুদা খাতুন রিপাকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন এবং তাদের আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন নেতৃবৃন্দ। এসময় জেলা-শহর-উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই