১৩ জনকে বেঁধে রেখে ৪ স্বর্ণের দোকানে ডাকাতি
পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে সংঘবদ্ধ ডাকাত দল বাজারের ছয়জন নাইট গার্ড ও দুইজন সুপারভাইজার ও দোকানের চারজন কর্মচারী এবং এক মালিককে বাজারের পূর্ব পাশে সুখরঞ্জনের কলার দোকানে নিয়ে বেঁধে রাখে ডাকাতি করে।
জানা যায়, নায়েরগাঁও মধ্য বাজারের পলী স্বর্ণা শিল্পালয়ে ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ আড়াই লাখ টাকা, রঞ্জিত শিল্পালয়ের ১৫ ভরি রূপা, ভাই-ভাই শিল্পালয়ের দেড় ভরি স্বর্ণালঙ্কার ও পূর্ব বাজারের মা স্বর্ণালয়ের
দেড় ভরি স্বর্ণালঙ্কার
ডাকাত দল নিয়ে গেছে।
ভাই ভাই শিল্পালয়ের মালিক অজয় বণিক ও রিপন বণিক বলেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক লিটন পাল রাত প্রায় ৩টার সময় আমাকে ফোনে বিষয়টি জানান। এ ছাড়া মা স্বর্ণালয়ের মালেক মো. সবুজ মিয়া বলেন, দোকানের কর্মচারী কাঁকন একই সময়ে ডাকাতির বিষয়টি আমাকে জানায়।
ঘটনার দিন রাতে ৭ জন গার্ডের মধ্যে একজন ও দুইজন সুপারভাইজারের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। ওই রাতে বাজার এলাকায় পুলিশের পেট্রল ডিউটির দায়িত্বে ছিলেন এএসআই প্রশান্ত কুমার দাস।

কোন মন্তব্য নেই