যুদ্ধকালীন অবস্থা বিবেচনায় পরিস্থিতি মোকাবিলা করুন : মোহাম্মদ নাসিম
![]() |
মোহাম্মদ নাসিম- ফাইল ছবি |
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যুদ্ধকালীন অবস্থা বিবেচনায় নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অ্যাডিস মশার উত্সগুলো ধ্বংস করতে সেনাবাহিনীসহ সব বাহিনীকে কাজে লাগান। যে কোনো মূল্যে মশা মারার কার্যকর ওষুধ ছিটাতে হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক অবক্ষয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সারাদেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুর বিস্তারে শিক্ষার্থীদের অভিভাবকরা এখন উদ্বিগ্ন। স্কুলের ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। পবিত্র ঈদুল আজহাও কাছাকাছি চলে এসেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের আগাম ছুটি দিয়ে দিতে মোহাম্মদ নাসিম শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।
কোন মন্তব্য নেই