নেশাগ্রস্থ’ দীপিকাসহ তারকারা, ভিডিও ফাঁস
![]() |
ছবি: ভিডিও থেকে |
বিধায়কের দাবি, নেটদুনিয়ায় করণ জোহর যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমসারির সেলেবরা সকলেই নেশাগ্রস্থ। মাদক সেবন করে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তাঁরা। বলিউডের এই তারকারা প্রত্যেকেই পাবলিক ফিগার। তাই তাঁদের এমন নেশাগ্রস্থ অবস্থায় ক্যামেরার সামনে আসা উচিত নয় বলে দাবি তাঁর। এর ফলে অগণিত ভক্তদের কাছে খারাপ বার্তাই পৌঁছচ্ছে।
টুইটারে তিনি
লিখেছেন, “অবাস্তব বনাম বাস্তব। দেখুন কীভাবে বলিউড তারকারা গর্বের সঙ্গে নিজেদের নেশাতুঁর অবস্থা তুলে ধরেছেন। মাদক সেবনের বিরুদ্ধে আমি সরব হলাম। আপনারাও যদি শাহিদ কাপুরস দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, করণ জোহর, ভিকি কৌশলকে দেখে বিরক্ত হয়ে থাকেন, তাহলে রিটুইট করুন।”
যদিও
সব অভিযোগ উড়িয়ে দিয়ে করণদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেন, “সেই সন্ধেয় আমার স্ত্রীও পার্টিতে ছিল। কেউই মাদক সেবন করেননি। তাই মিথ্যে গুজব ছড়ানো বন্ধ করুন। যাঁদের আপনি চেনেন না, তাঁদের ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করবেন না। আমার মনে হয় এবিষয়ে আপনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার সাহস দেখানো উচিত।”
কোন মন্তব্য নেই