শিরোনাম

মেলান্দহে যুবদল নেতা মো. হুমায়ুন কবিরকে সাময়িক অব্যাহতি


জামালপুর প্রতিনিধি ॥ 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেলান্দহ উপজেলা শাখার সদস্য ও মাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবিরকে দলীয় সকল কর্মকান্ড ও পদ থেকে শনিবার বিকালে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সভাপতি মো. ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান) স্বাক্ষরিত এক পত্রে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেলান্দহ উপজেলা শাখার সদস্য ও মাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্মআহ্বায়ক মো. হুমাযুন কবির বিগত ২৭ অক্টোবর মেলান্দহ উপজেলা যুবদল আয়োজিত যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে বানচালের ষড়যন্ত্র করেছেন। বিষয়টি প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তাকে দলীয় সকল কর্মকান্ড ও পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে কেন তিনি সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত রয়েছেন তার উপযুক্ত ব্যাখ্যাসহ সাত দিনের মধ্যে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই পত্রে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই