শিরোনাম

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুরে ৯ জনকে জরিমানা


এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর পৌরসভাসহ সদরের কয়েকটি স্থানে ৯ জনকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন।

জানা গেছে, জামালপুর পৌরসভার টিউবওয়েলপাড় এলাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ ধারা মোতাবেক বেআইনিভাবে অটো চালানোর অপরাধে ৭ জনকে ২ হাজার ৪০০ টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ধারায় তিতপল্লা ইউনিয়নের জামতলী বাজারে কামালের মুদি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় ৩ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ ধারা মোতাবেক রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে মুজিবুর রহমানের ঘড়ির দোকানে মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা ইয়াছমিন ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, জামালপুর জেলাকে পলিথিনমুক্ত করতে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আমরা সরকারের নির্দেশেই মনিটরিং করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় যে সকলস্থানে নিষিদ্ধ পলিথিন ক্রয়-বিক্রয় হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য অস্থিতিশীল হয়ে পরছে সে সকলস্থানে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আপনারা আমাদের এ বিষয়ে সহযোগিতা করবেন। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে আমাকে জানাবেন আমি যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। 

কোন মন্তব্য নেই