শিরোনাম

জামালপুর পৌর শাখার ১১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভা



জামালপুর প্রতিনিধি ॥
জামালপুর পৌর শাখার অন্তর্গত ১১ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমান ডিগ্রী কলেজে এ কর্মী সভার আয়োজন করে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ। ১১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী পারভীন শাহানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদা বেগম/ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাসুম রেজা রহিম।

কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক হাসিনা আকাশ, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্বনয়কারী শফিকুল ইসলাম মুকুল, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাঈদা আক্তার, সিনিয়র যুগ্মআহ্বায়ক মনিরা চৌধুরী, আ'লীগ নেতা খলিলুর রহমান খলিল, জেলা যুবমহিলা লীগের যুগ্মআহ্বায়ক ফারহানা সোমা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ সাজেদা বেগম প্রমুখ। এছাড়া কর্মী সভায় ১১নং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই