জামালপুর পৌর শাখার ১২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভা
জামালপুর প্রতিনিধি ॥
জামালপুর পৌর শাখার অন্তর্গত ১২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেউরপাড় চন্দ্রায় এ কর্মী সভার আয়োজন করা হয়। ১২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতালী দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমেনা বেগমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাছানুর রহমান আকন্দ মজনু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আঞ্জুমনোয়ারা বেগম হেনা, শেফালী আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাঈদা আক্তার, সিনিয়র যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী ও যুগ্মআহ্বায়ক মারুফা আনোয়ার পারুল প্রমুখ। এছাড়া কর্মী সভায় জেলা যুবমহিলা লীগের যুগ্মআহ্বায়ক ফারহানা সোমাসহ ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই