জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মীসভা
জামালপুর প্রতিনিধি ॥
জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের অন্তর্গত ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভার আয়োজন করা হয়। ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা বেগম রাসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তা বেগমের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাসুম রেজা রহিম।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুল ইসলাম দিলিপ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আঞ্জুমনোয়ারা বেগম হেনা, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাঈদা আক্তার, সিনিয়র যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী প্রমুখ। এছাড়া কর্মীসভায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গণি মিয়া, পৌর মহিলা আওয়ামী লীগ সদস্য জেরিন নাজনিন জোনাকি ও শামীমা আক্তার মুক্তা বক্তব্য রাখেন। কর্মী সভায় ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই