শিরোনাম

পশুর হাটকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল টাকা পরিকল্পনা করেছিল একটি চক্র




ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পশুর হাটকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল একটি চক্র। পশুর হাটকেন্দ্রিক বিপুল পরিমাণ লেনদেনের সুযোগ কাজে লাগাতে চক্রটি জাল টাকা তৈরি করছিল।
বুধবার রাজধানীর ফকিরাপুল সবুজবাগ থেকে প্রায় ৯০ লাখ জাল টাকাসহ দুই চক্রের চারজনকে গ্রেফতারের পর এসব তথ্য জানতে পারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার চারজন হল- মো. লাল মিয়া, শহিদুল ইসলাম, আবিদা সুলতানা আল আমিন।
অপরদিকে ঈদুল আজহার আগে ভারত থেকে গরু পাচারের হিড়িক পড়ে যায়। আর সুযোগে গরু আনার সময় ভারতীয় অংশে লেনদেনকে টার্গেট করেছিল জাল রুপি তৈরির একটি চক্র। বুধবার মাতুয়াইল থেকে ২৬ লাখ জাল রুপি জাল রুপি তৈরির সরঞ্জামসহ এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। তারা হল- লিয়াকত হোসেন ওরফে জাকির, শান্তা আক্তার মমতাজ বেগম।
জাল টাকা জাল রুপি তৈরির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানিয়েছে ডিবি। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, কোরবানির ঈদে ভারত থেকে গরু আনার হিড়িক পড়ে যায়। আর সুযোগে ভারতীয় অংশে লেনদেনের টার্গেট করেছিল জাল রুপি তৈরির চক্রটি। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের আগ্রহী ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী জাল রুপি সরবরাহ করছিল তারা।
আরেকটি জাল রুপি চক্র ভারতীয় প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় রয়েছে তাদের কাছে জাল রুপিগুলো বিভিন্ন দামে পাচার করত চক্রটি। জাল টাকা তৈরির চক্রটির টার্গেট ছিল আসন্ন ঈদকে সামনে রেখে পশুর হাট। বিপুল অর্থের লেনদেনের সুযোগে জাল টাকা ছড়িয়ে দেয়ার টার্গেট করেছিল চক্রটি। জাল টাকা জাল রুপির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল বাতেন।

কোন মন্তব্য নেই