পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে জামালপুর সদরের সাংসদ মোজাফ্ফর হোসেনের পুত্র শোয়েবের ঢাকা ত্যাগ
এস.এম হোসাইন আছাদ, জামালপুর॥
জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপির ছোট ছেলে সিম গ্রুপের পরিচালক এ.এস.এম রাইসুল হাসান শোয়েব পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার বিকালে পবিত্র হজ্ব পালনের জন্য তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
ঢাকা ত্যাগের পুর্বে শোয়েব জানান, পবিত্র জিলহজ্ব মাসে ইসলাম ধর্মানুসারী মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহতায়ালার নৈকট্য লাভের আশায় পবিত্র কাবা শরীফে তাওয়াফ করার জন্য রওনা হচ্ছি। পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি পরম করুনাময় আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মহান আল্লাহতায়ালার নিকট দোয়া প্রার্থনা করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। তিনি পবিত্র হজ্ব পালন শেষে আগামী ২০ আগস্ট দেশে ফিরবেন বলে তার পরিবার সুত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই