শিরোনাম

জামালপুরকে আমার নিজের জেলা মনে করে কাজ করে যাবো -জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক



জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেছেন, জামালপুর জেলাকে আরও আধুনিকায়ন করার জন্য নিজ জেলা হিসেবে মনে করে কাজ করে যাবো। তিনি সাংবাদিকদের বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই চেয়ারে বসে তা সততা ও নিষ্ঠার সাথে পালন করে যেতে চাই। বুধবার তার কার্যালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ভুল মানুষ মাত্রই হয়। পৃথিবীর কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়। কাজ করলে একটু ভুল হবেই। তবে আপনাদের উদ্দেশ্যে বলছি আমার কোন কাজে যদি ভুল হয় তাহলে আমাকে জানাবেন, আমি ভুলগুলো শুধরে নিবো। তিনি বলেন, কেউ যদি জেনে ভুল করে তাহলে সেটা অন্যায়, পাপ। আর ভালো কাজ করলে মানুষ অন্তর থেকে দোয়া করবে। তিনি উপস্থিত ফটো সাংবাদিকদের কাছে তার দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

পরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মো. জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফানসহ অন্যান্য সদস্যবৃন্দ নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি সংগঠনের একটি বই তার হাতে তুলে দেন। উল্লেখ্য, পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হক জামালপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গত সোমবার বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই