শিরোনাম

ছড়িয়ে পড়ছে ওষুধ প্রতিরোধী নতুন সুপারবাগ, মহামারির আশঙ্কা





বিশ্বে ছড়িয়ে পড়ছে ওষুধ প্রতিরোধী নতুন সুপারবাগ ফলে মহামারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে
প্রতিবেদনে বলা হয়, ‘ক্যানডিডা অরিসহচ্ছে ওষুধ প্রতিরোধী ফাঙ্গাস বা ছত্রাক। ১০ বছর আগে এটি আবিষ্কার হয়েছিলো। হাসপাতালে থাকা অণুজীবের মধ্যে এখন বিশ্বের সবচেয়ে আতঙ্কজনক নামগুলোর মধ্যে এই ক্যানডিডা অরিস
এই ফাঙ্গাসের আক্রমণে বিশ্বজুড়ে মহামারি দেখা দেয়ার উপক্রম হয়েছে। গবেষণা বলছে, তাপমাত্রা বাড়ার কারণেই বৃদ্ধি পাচ্ছে এর সংক্রমণের হার

কোন মন্তব্য নেই