শিরোনাম

ইয়েমেন ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে


সৌদি আরব সুদানের দক্ষিণাঞ্চলীয় জিজান নগরীতে ইয়েমেন বিদ্রোহীদের ছোঁড়া ছয়টি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোট একথা জানায় খবর এএফপি
সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা জিজানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে এতে ক্ষতির বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিদ্রোহীদের আল-মসিরাহ টেলিভিশন জানায়, হুতিরা জিজান বিমানবন্দরে সামরিক বিমান হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা বিমানবন্দরের পার্শ্ববর্তী সামরিক ঘাঁটির বিভিন্ন স্থান লক্ষ্য করেও হামলা চালায়।
রোববার ওই সামরিক জোট জানায়, তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত নগরী লক্ষ্য করে হামলা চালানো হুতি বিদ্রোহীদের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নগরীতে একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে।

কোন মন্তব্য নেই