শিরোনাম

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে সুরুজ্জামানের দায়িত্ব পালনে আইনগত বাঁধা নেই



এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে মো. সুরুজ্জামানের দায়িত্ব পালনে আইনগত কোন বাঁধা নেই মর্মে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ. কে. এম. জহিরুল হকের একক বেঞ্চ এ নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. সুরুজ্জামানকে ২০১৮ সালের ৩০ জানুয়ারি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে অবৈধ দাবি করে উপাধ্যক্ষ সুরুজ্জামান ওই বছরের ৮ জুলাই জামালপুর সিনিয়র সহকারী জজ আদালতে ৬৪/২০১৮ (অন্য প্রকার) মোকদ্দমা দায়ের করেন। 

মামলার প্রেক্ষিতে আদালত ওই বছরের ১৮ জুলাই উপাধ্যক্ষ সুরুজ্জামানের অব্যাহতির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। ওই আদেশে বলা হয় মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মো. সুরুজ্জামানকে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে কার্যক্রম পরিচালনায় কোনরুপ বাঁধা প্রদান করা যাবেনা। ওই আদেশের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলাম জামালপুর স্পেশাল জজ আদালতে মিছ আপীল মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক নিম্ন আদালতের আদেশ রদ ও রহিত করেন এবং দ্রুততম সময়ের মধ্যে মোকদ্দমাটি নিষ্পত্তির আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে কলেজ উপাধ্যক্ষ চলতি বছরের ১৪ জুলাই হাইকোর্ট ডিভিশনের সিভিল রিভিশনাল জুরিডিকশনে সিভিল প্রসিডিউরের ১১৫ (১) ধারায় ১৮৪৮/১৯ নং সিভিল রিভিশন করেন। বিচারপতি এ. কে. এম. জহিরুল হক এর একক বেঞ্চে শুনানী অন্তে বিজ্ঞ আদালত কলেজ অধ্যক্ষের দায়ের করা মিছ আপীল মোকদ্দমায় জামালপুর বিশেষ জজ আদালতের প্রদত্ত আদেশটি ৬ মাসের জন্য স্থগিত করেন। হাইকোর্ট ডিভিশনের এই আদেশের প্রেক্ষিতে উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালনে মোঃ সুরুজ্জামানের উপর আইনগত আর কোন বাঁধা রইল না। উপাধ্যক্ষের পক্ষে সিভিল রিভিশনের শুনানী করেন এডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ।

এ বিষয়ে উপাধ্যক্ষ মো. সুরুজ্জামান বলেন, তাকে যে পন্থায় অব্যাহতি প্রদান করা হয়েছে তা বিধিবহির্ভূত বলেই হাইকোর্ট তার পক্ষে আদেশ দিয়েছেন। হাইকোর্টের এ আদেশ বাস্তবায়নের জন্য তিনি কলেজ গভর্নিং বডির সভাপতির সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে কলেজ গভর্নিংবডির সভাপতি জেলা প্রশাসক আহামেদ কবীর বলেন, হাই কোর্টের আদেশের কপি এখনও তার কাছে পৌঁছেনি। উচ্চ আদালতের আদেশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কোন মন্তব্য নেই