শিরোনাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে জেলা বিএনপির মানববন্ধন


জামালপুর প্রতিনিধি ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা বিএনপি। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্টেশন বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা লিয়াকত আলী, মাইন উদ্দিন বাবুল, লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, মনোয়ার ইসলাম কর্ণেল, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও আব্দুল হালিম।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার প্রতিহিংসায় খালেদা জিয়াকে কারাগারে আটক রেখেছেন। অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা।  

কোন মন্তব্য নেই